নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৯৬। বিচারকদের পদের মেয়াদ
(১) এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে বিচারক
পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে, তবে প্রধান বিচারপতি বা আপিল বিভাগের
বিচারপতির কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বৎসরকাল হইবে, এবং দায়িত্ব
পালনকালে কোনো বিচারপতি বা বিচারকের বয়স সত্তর বৎসরের উর্ধ্বে হইবে না।
(২)
প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে,
(ক) প্রধান বিচারপতি ও
আপিল বিভাগের বিচারপতির ক্ষেত্রে (সুপ্রিম
জুডিসিয়াল কাউন্সিল),
[(অ) জাতীয় পরিষদের এক-চতুর্থাংশ সদস্য
বা ‘বিচার বিভাগের মুখ্য সদস্য বা একাধিক গৌণ সদস্য’ কর্তৃক অপসারণের প্রস্তাব,
১ম ধাপে, জাতীয় পরিষদের তিন-চতুর্থাংশ সদস্যের লিখিত সমর্থনে প্রস্তাব গৃহীত হলে,
২য় ধাপে, স্পিকার সিদ্ধান্তটি সংসদে উত্থাপন করবেন
এবং সংসদের বিভক্তি ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ প্রস্তাব গ্রহণ
করলে সংসদ প্রস্তাবক্রমে; অথবা
(আ) একাধিক শ্রেণীর
অন্তর্ভুক্ত এক-তৃতাংশ সংসদ সদস্য কর্তৃক অভিশংসনের প্রস্তাব,
১ম ধাপে, সংসদের
বিভক্তি ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ প্রস্তাব গ্রহণ
করলে,
২য় ধাপে, স্পিকার সিদ্ধান্তটি জাতীয় পরিষদে উত্থাপন
করবেন এবং জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে প্রস্তাব গ্রহণ করলে জাতীয়
পরিষদের প্রস্তাবক্রমে; অথবা
(ই) সংসদে সুপ্রিম
ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ
করলে সংসদের প্রস্তাবক্রমে;
প্রদত্ত রাষ্ট্রপতির
আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাইবে না।]২
(খ) হাইকোর্ট
বিভাগের বিচারক ও অধস্তন আদালতের বিচারকের ক্ষেত্রে,
(অ) সুপ্রিম
জুডিসিয়াল কাউন্সিলের অনুরোধে ও তদন্ত রিপোর্ট পর্যালোচনা করিয়া রাষ্ট্রপতি আদেশের
দ্বারা উক্ত বিচারককে তাঁহার পদ হইতে অপসারিত করিবেন।
(৩) এই
অনুচ্ছেদের (২) দফার (ক) উপ-দফার অধীন বিচারপতির অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে
তদন্ত ও প্রমাণের পদ্ধতি [তফসিল অনুযায়ী হবে]৩ এবং (খ) উপ-দফার
অধীন বিচারকের আচরণ বিধি বা অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের
পদ্ধতি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের পরামর্শে রাষ্ট্রপতি নির্ধারণ করবেন।
(৪) কোনো বিচারপতি/বিচারক
রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
“১। সাতষট্টি”,”২। প্রমাণিত
অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ
গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে”, “৩। সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"